গতকাল রাতে আনুমানিক তিনটার দিকে চন্ডিপুর ইউনিয়ন এর কালুপুর পোলের গোড়ায় মোঃ সোহেল রানার ব্রয়লার মুরগির খামারে চুরি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় চোরেরা খামারের তালা ভেঙ্গে খামারে থাকা আনুমানিক ৭-৮ টি খাদ্যোর বস্তা চুরি করে নিয়ে যায়,এবং কিছু সংখ্যক মুরগি মৃত অবস্থায় খামারে পাওয়া যায়। তবে মুরগি গুলো ঠিক কি কারনে মারা গেছে তা জানা যায়নি।তবে ধারনা করা হচ্ছে চোরেরা খামার এর দরজা খোলা রাখায় কোনো কিছু এসে মুরগি গুলো মে*রে পেলে।
